IQNA

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ; হাসান রুহানী’র বিপুল ভোটে জয়লাভ

22:57 - June 15, 2013
সংবাদ: 2547468
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : গৃহীত ৩ কোটি ৬৭ লাখ ৪ হাজার ১ শত ৫৬ ভোটের মধ্যে ১৮৬১৩৩২৯ ভোট লাভ করে ইরানের ৭ম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন হুজ্জাতুল ইসলাম হাসান রুহানী।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বমোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীগণ হচ্ছেন : সাঈদ জালিলী, মুহসিন রেজায়ী, হাসান রুহানী, সাইয়্যেদ মুহাম্মাদ গারাজী, মুহাম্মাদ বাকের কালীবাফ ও আলী আকবার বেলায়েতী।
মোট ভোট সংখ্যা : ৩৬৭০৪১৫৬
সঠিক ভোট সংখ্যা : ৩৫৪৫৮৭৪৭
হাসান রুহানী : ১৮৬১৩৩২৯
মুহাম্মাদ বাকের কালিবফ : ৬০৭৭২৯২
সাঈদ জালিলী : ৪১৬৮৯৪৬
মুহসিন রেজায়ী : ৩৮৮৪৪১২
আলী আকবার বেলায়েতী : ২২৬৮৭৫৩
সাইয়্যেদ মুহাম্মাদ গারাজী : ৪৪৬০১৫
captcha