নিউজ বিষয়ক ওয়েব সাইট ‘লাস ভেগাসে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে অবস্থিত ইসলামি কেন্দ্রকে হুমকি দানের অভিযোগে ‘ড্যানিয়েল জর্জ ফিশার’ (৫৭) কে গতকাল (৮ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হয়েছে।
তার বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়েছে, গতবছরের সেপ্টেম্বর মাসে হস্তলিখিত একটি চিঠিতে ইসলামি এ কেন্দ্র বিস্ফোরণ এবং সকল মুসলিম অভিবাসীকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।
এফবিআই-এর ভাষ্যমতে, ইসলামি এ কেন্দ্রের স্থান পরিবর্তন এবং ১১ই সেপ্টেম্বরের ঘটনার কারণ রাগান্বিত হয়ে এ হুমকি দিয়েছিলেন বলে স্বীকার করেছেন ফিশার।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কাইর)-এর মিনেসোটা শাখা ইসলাম বিদ্বেষী এ পদক্ষেপের নিন্দা জানিয়ে ঐ ব্যক্তির আট হওয়ার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষ ও ইসলামভীতির ঝড় ওঠার ফলে বিভিন্ন মসজিদ হামলা ও অগ্নিকাণ্ডের শিকার হয়। গতবছর মিনেসোটা ইসলামি কেন্দ্রে হামলা ও চুরি’র ঘটনা এ মসজিদের সাথে সম্পৃক্ত মুসলমানদের ত্রাসের কারণ হয়েছিল।#3528831