বার্তা সংস্থা ইকনা: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন: ইমাম মাহদীর (আ.) সংগ্রামের পাঁচটি নিদর্শন রয়েছে, যা হচ্ছে: সুফিয়ানির আবির্ভাব, ইয়ামানির আবির্ভাব, আসমানি গায়েবী আওয়াজ, নাফসে যাকিয়ার হত্যা এবং খুসুফে বাইদা।
আবির্ভাবের পূর্বে অপর যে নিদর্শনটি দেখা যাবে তা হল আসমানি আওয়াজ। এই আসমানি আওয়াজ হাদীসের ভাষ্যমতে হযরত জিবরাইলের আওয়াজ এবং তা রমযান মাসে শুনতে পাওয়া যাবে।
ইমাম মাহদীর (আ.) সংগ্রাম যেহেতু বিশ্বজনীন এবং প্রত্যেকেই তার অপেক্ষায় রয়েছে সুতরাং এ আওয়াজের মাধ্যমেই প্রত্যেকে খবর পাবে যে ,ইমাম মাহদী (আ.) আবির্ভূত হয়েছেন।
ইমাম বাকের (আ.) এ সম্পর্কে বলেছেন: আসমানি গায়েবী আওয়াজ না আসা পর্যন্ত আমাদের কায়েম কিয়াম করবেন না, যে আওয়াজ পূর্ব ও পশ্চিমের সকলেই শুনতে পাবে।
এই আওয়াজ মু’মিনদের জন্য যেমন আনন্দদায়ক অসৎকর্মশীলদের জন্য তেমন কঠিন। কেননা, তাদেরকে অন্যায় ত্যাগ করে সৎকর্মশীল হতে হবে।
এই আওয়াজ সম্পর্কে ইমাম জা’ফর সাদিক (আ.) বলেছেন: আহ্বানকারী ইমাম মাহদী (আ.) ও তার পিতার নাম ধরে আহবান করবেন। সূত্র: শাবিস্তান