IQNA

সিরিয়ায় শহীদ হলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় এক কমান্ডার

16:19 - October 04, 2017
সংবাদ: 2603986
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় দায়েশ বিরোধী লড়াইয়ে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার শহীদ হয়েছেন। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে লড়াইয়ে আলহাজ আব্বাস নামে পরিচিত ৪৪ বছর বয়সী কমান্ডার আলী আল-হাদি আল-আশেক শহীদ হন।
সিরিয়ায় শহীদ হলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় এক কমান্ডার

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার পালমিরা অঞ্চলে দায়েশ বিরোধী যুদ্ধে সোমবার শাহাদত বরণ করেন তিনি। আজ(বুধবার) দেয়া হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ১৯৮৬ সালে প্রতিরোধ আন্দোলনে যুক্ত হয়েছেন এবং ১৯৯২ সালে হিজবুল্লাহর কমান্ডো ইউনিটে যোগ দেন তিনি।

ইহুদিবাদী ইসরাইলি বিরোধী অভিযান এবং দু'মাস আগে লেবানন-সিরিয়া অভিন্ন সীমান্তে আন-নুসরা এবং দায়েশ বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, অজ্ঞাত পরিচয় বিমান হামলায় আল-আশেকসহ হিজবুল্লাহর আট সদস্য শহীদ হয়েছেন।

গত কয়েক বছর ধরে সিরিয়ার সরকারি এবং মিত্র বাহিনীর সঙ্গে যৌথভাবে দায়েশের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ।

iqna


captcha