বার্তা সংস্থা ইকনা: ফিলিপাইনের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল ওয়াহেদ বলেন: ফিলিপাইনের মোট জনসংখ্যার ১০ শতাংশ মুসলিম অধিবাসী এবং ইসলাম প্রচারের জন্য ২৫০০ মসজিদ সক্রিয় রয়েছে। অধিকাংশ মুসলমান মিন্দানাও, পালাউন ও মোরোতে বসবাস করে।
তিনি বলেন: মুসলিম অধ্যুষিত এলাকায় ২৫০০টি মসজিদ রয়েছে। প্রথম মসজিদ সাল দ্বীপে নবম শতাব্দীতে নির্মাণ করা হয়। মসজিদ ছাড়াও ১২০টি আঞ্জুমান এবং দাতব্য প্রতিষ্ঠান সক্রিয়ভাবে কাজ করছে।
ফিলিপাইনের মুফতি বলেন: ষষ্ঠ শতাব্দীতে আরব দেশের ব্যবসায়ীরা ব্যবসার জন্য পূর্ব এশীয় দেশগুলোয় সফর করে এবং তখন থেকে এদেশের ইসলাম ধর্মের সূচনা হয়।
সর্বশেষে তিনি বলেন: ঐতিহাসিক গবেষণায় দেখা যায় ফিলিপাইনের কিছু কিছু দ্বীপ মুসলমানদের অধীনে ছিল।