IQNA

দক্ষিণ এশিয়ার আল কায়েদা প্রধান নিহত

21:22 - October 08, 2019
সংবাদ: 2609396
আন্তর্জাতিক ডেস্ক: আল কায়েদার সাউথ এশিয়ান শাখার নেতা অসিম উমার দক্ষিণ আফগানিস্তানে পরিচালিত মার্কিন ও আফগান সৈন্যদের যৌথ অভিযানে নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আফগান কর্মকর্তারা মঙ্গলবার নিশ্চিত করেছে যে ২৩ সেপ্টেম্বর হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলায় তালেবানের এক কম্পাউন্ডে পরিচালিত এই অভিযানে এই শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে।

উমার ২০১৪ সালের শুরু থেকে আল কায়েদা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের (একিউআইএস) নেতৃত্ব দিচ্ছিল। এই অভিযানে তিনি এবং একিউআইএসের ছয় সদস্য নিহত হয়।

আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) টুইটারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, তালেবানের সঙ্গে সম্পর্ক ছিল আল কায়েদার সাউথ এশিয়ান শাখার নেতা উমারের।

তালেবানের এই কম্পাউন্ডে চালানো অভিযানটি ২২-২৩ সেপ্টেম্বর পরিচালিত দীর্ঘ ও বিভ্রান্তিকর রাত্রিকালীন অপারেশনের অংশ ছিল। এই অপারেশনে যুক্তরাষ্ট্র বিমান সহায়তা দেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই অপারেশন চলাকালে এক বিমান হামলায় শিশুসহ ৪০ বেসামরিক নাগরিকের নিহতের খবরগুলো তদন্ত করছে তারা।

এনডিএস জানায়, নিহত একিউআইএস সদস্যদের একজন হল রায়হান। রায়হান আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির বার্তাবাহক হিসেবে কাজ করত।  iqna

 

captcha