IQNA

জার্মানের দারুল কুরআন হতে প্রকাশিত;

বিশ্বের প্রসিদ্ধ সাত ক্বারির কণ্ঠে সূরা শামস

20:45 - April 25, 2020
সংবাদ: 2610665
তেহরান (ইকনা)- হামবুর্গ ইসলামিক সেন্টারের আওতাধীন দারুল কুরআন মিশরের প্রসিদ্ধা সাত ক্বারির সূরা শামস তিলাওয়াতের একটি অডিও ফাইল প্রকাশ করেছে।

এধরণের অডিও ফাইল এখনো পর্যন্ত কোথাও চোখে পড়েনি। অনন্য এই ফাইলটির শুরুতে সুললিত ও স্থায়ী কণ্ঠের অধিকার আব্দুল বাসিত মোহাম্মদ আব্দুস সামাদ তিলাওয়াত করেছেন এবং শেষে মিশরের তরুণ ক্বারি মাহমুদ শাহাত আনওয়ার তিলাওয়াত করেছেন।

এছাড়াও এখানে মুহাম্মাদ মাহমুদ তাবলাভী, শাহাত মুহাম্মাদ আনওয়ার, সাইয়্যেদ মুতাওয়ালী আব্দুল ওলী, আব্দুল ফাত্তাহ তারুতী এবং হেজাজ রমাদান আল-হিন্দাভী সূরা শামস তিলাওয়াত করেছেন।

হামবুর্গের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের আওতাধীন জার্মানের দারুল কুরআন। এই দারুল কুরআনের সোশ্যাল মিডিয়ায় নিজস্ব পেজে নিজেদের কার্যক্রমসহ বিশ্বের প্রসিদ্ধ ক্বারি বিশেষত ইরান ও মিশরের ক্বারিদের কুরআন তিলাওয়াত আপলোড করে থাকে। iqna

captcha