বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমেদ আজ শুক্রবার তেহরানের জুমআর নামাজের খুতবায় আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমেদ খাতামী কঠোর ভাষায় নাইজেরিয়ায় শিয়া মুসলিম গণহত্যার নিন্দা করেছেন। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এ বর্বরোচিত হত্যাকাণ্ডের পরিণাম নাইজেরিয়ার সেনাবাহিনীকে ভোগ করতে হবে। কেননা সেনাবাহিনী নাইজেরিয়ার সন্ত্রাসী বোকা হারাম দমনের পরিবর্তে নিরিহ মুসলমানদের হত্যায় মেতে উঠেছে। কাজেই এমন বর্বরতম কাজের কঠিন জবাব একদিন তাদের দিতেই হবে।
জুমআর খোতবার অন্য অংশ ইরাকে তুরস্কের সেনা বাহিনী মোতায়েন নিয়েও কথা বলেন। তুর্কি কর্মকর্তাদের উদ্দেশে আয়াতুল্লাহ খাতামী বলেন, আঞ্চলিক স্বৈরাচারদের পরিণাম থেকে আপনার শিক্ষা নিন। তুর্কি নেতৃবৃন্দকে মার্কিন নীতি অনুসরণ থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।
এ ছাড়া, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী সৌদি নেতৃত্বাধীন জোট গঠন নিয়ে জুমআর খোতবায় কথা বলেন তিনি। তিনি এ জোটকে ‘হাস্যকর’ বলে অভিহিত করে বলেন, দায়েশ সৃষ্টির সঙ্গে সৌদি রাজবংশ নিজেই জড়িত রয়েছে।