IQNA

দাগেস্তানের শত শত নাগরিকের আইএসআইএলে যোগদান

14:38 - December 25, 2015
সংবাদ: 3469134
আন্তর্জাতিক বিভাগ : দাগেস্তানের শত শত নাগরিকের আইএসআইএল সন্ত্রাসীদের সাথে যোগদানের তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।


বার্তা সংস্থা ইকনা : রামাজান আব্দুল লাতিফোভ জানান, দাগেস্তানের ৬৩৪ জন নাগরিক মধ্যপ্রাচ্য সফর করে আইএসআইএল সন্ত্রাসী দলে নাম লিখিয়েছে।

তিনি বলেন : উগ্রতাপূর্ণ চিন্তাধারা প্রসার রোধে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও মসজিদের পেশইমামদেরকেও সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, দাগেস্তানের প্রেসিডেন্ট কয়েক মাস পূর্বেও দাগেস্তানের ৩০০ নাগরিকের সিরিয়া ও ইরাকে তৎপর আইএসআইএল সন্ত্রাসী গ্রুপে যোগদানের তথ্য প্রকাশ ছিলেন।#3468991

সূত্র : আল-আলাম

captcha