IQNA

হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে

14:31 - March 10, 2016
সংবাদ: 2600423
আন্তর্জাতিক ডেস্ক: নবী-নন্দিনী খাতুনে জান্নাত এবং আহলে বাইত (আ.) এর মধ্যমণি হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় শনিবার (১২ই মার্চ) শোকানুষ্ঠান শুরু হতে যাচ্ছে।
হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ায় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে
বার্তা সংস্থা ইকনা: ভিক্টোরিয়ার হোসাইনিয়া আঞ্জুমানের পক্ষ থেকে মেলবোর্নের ডিউটনমিলনায়তনে উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উক্ত শোকানুষ্ঠানে আহলে বায়েত (আ.)এর মুসিবতের আলোকে বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়ার মুসলেমিন লিয়াকত আলী মুর্তজাভী। এছাড়াও আহলে বায়েতের (আ.) শানে মর্সিয়া ও নওহা পরিবেশন করা হবে।

শনিবার এশার নামাজের পরে উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। আহলে বাইত (আ.) এর মধ্যমণি হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে উক্ত শোকানুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বসবাসকৃত আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

iqna


captcha