IQNA

ইসলাম বিদ্বেষীদের বিক্ষোভের সময় মুসলিম নারীর অনন্য প্রতিবাদ

19:07 - May 19, 2016
সংবাদ: 2600808
আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দিন পূর্বে বেলজিয়ামের রাজধানীতে ইসলাম বিদ্বেষীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। ইসলাম বিরোধী বিক্ষোভ চলাকালীন সময় "জাকিয়া বালাখীরি" নামক এক মুসলিম নারী নিজের সেলফি তুলেছে।

বার্তা সংস্থা ইকনা: কয়েক দিন পূর্বে বেলজিয়ামে ৩য়তম ইসলামিক সংস্কৃতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেদেশের "Flams Bylang" নামক ডানপন্থী দলের প্রায় ৪০ জন সদস্য ইসলামিক সংস্কৃতি প্রদর্শনীর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে।

মজার ব্যাপার হচ্ছে যে, এই বিক্ষোভে জাকিয়া বালাখীরি" নামক এক মুসলিম নারী অংশগ্রহণ করেছে; তবে তিনি বিরোধীদের সমর্থন করার জন্য ঐ বিক্ষোভে মিছিলে অংশগ্রহণ করেননি। বরং তার উদ্দেশ্য ছিল ইসলাম বিরোধী পোষ্টার হাতে নিয়ে বিক্ষোভকারীদের সাথে সেলফি তুলে তাদের বুঝিয়ে দেওয়া যে, প্রতিবাদ থাকা সত্ত্বেও নিজের হিজাব এবং ধর্মকে মেনে চলা সম্ভব।

সেলফি তোলার সময় বেলজিয়ামের পুলিশ জাকয়িাকে গ্রেফতার করে। তবে জাকিয়ার সেলফি তোলার দৃশ্য 'ইয়ুর্গেন আগুসটিনেস' নামক এক ফটোগ্রাফার তার কিছু ছবি তোলে এবং ছবিগুলো দ্রুত সামাজিক নেটওয়ার্কে প্রকাশ করে।

বিগত কয়েক মাস যাবত বেলজিয়ামে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের জন্য ইউরোপের অস্থির দেশের এক পরিণত হয়েছে।

Iqna


ট্যাগ্সসমূহ: ইসলাম ، মুসলিম ، ইকনা
captcha