বার্তা সংস্থা ইকনা: সৌদির দক্ষিণ সীমান্তে (ইয়েমেনের সীমান্ত) সেদেশের যোদ্ধারা রণক্ষেত্রে থাকার ফলে, যাতে দুর্বল না হয়, সেজন্য তাদের রোজা থাকতে হবে না বলে অদ্ভুত ফতোয়া জারি করেছে সৌদির গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আলে আল-শেখ।
বলাবাহুল্য, সৌদি আরব অন্যায় ভাবে বিগত এক বছর ধরে ইয়েমেনের নিরীহ মানুষের ওপর হামলা চালাচ্ছে। পবিত্র রমজান মাসে যুদ্ধ বন্ধ রাখার জন্য বিশ্বের অনেক দেশ আহ্বান জানিয়েছ। কিন্তু সৌদি শাসক ইয়েমেনের রোজাদার ব্যক্তিদের হত্যা করার জন্য যুদ্ধ অব্যাহত রেখেছে।
Iqna