IQNA

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হুসাইন ইবরাহীমি

মসজিদুল আকসা আজ ইহুদিবাদি ইসরাইলের কবলে!

15:28 - July 01, 2016
সংবাদ: 2601100
মুসলিম উম্মাহর বৃহত্তর ৪টি মসজিদের অন্যতম মসজিদুল আকসা আজ অমুসলিমদের কব্জায় রয়েছে। এটা বিশ্ব মুসলিমের জন্য অত্যন্ত বেদনাদায়ক।


ইরানের রাজধানী তেহরানের কুদস মসজিদের পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হুসাইন ইবরাহীমি শাবিস্তান প্রতিবেদকের সাথে আলাপকালে বলেছেন, মুসলিম জাহানের মসজিদসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ হলো ৪টি; যথা: মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদুন্নবী (সা.) এবং মসজিদে কুফা। ইসলাম ধর্মে এ চারটি মসজিদের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। এ ৪টি মসজিদের সমকক্ষ আর কোন মসজিদ নেই।

পবিত্র কোরআনে রাসূলের (সা.) মিরাজের রাতের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে যে,

:"سُبْحانَ الَّذي أَسْري بِعَبْدِهِ لَيْلاً مِنَ الْمَسْجِدِ الْحَرامِ إِلَي الْمَسْجِدِ الْأَقْصَي"

অর্থাৎ প্রসংশা সে আল্লাহর যিনি তার বান্দা (রাসূল) কে একরাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে পরিভ্রমণ করিয়েছেন।' সূরা বনিইসরাইল। পবিত্র কুরআনেও মসজিদুল আকসার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়েছে।

তিনি বলেন: মসজিদুল আকসা মুসলিম উম্মাহর প্রথম কিবলা। ইসলামের প্রথম যুগে মুসলমানরা এ মসজিদের দিকেই নামায আদায় করতেন। তাই এ মসজিদটি মুসলিম উম্মাহর নিকট বিশেষ গুরুত্বের অধিকারী। কিন্তু কয়েক যুগ ধরে এ পবিত্র মসজিদটি ইহুদিবাদি ইসরাইলের দখলে রয়েছে। যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

তিনি বলেন: ইরানের ইসলামী বিপ্লবের বিজয় লাভের পর ইমাম খোমেনী (রহ.) মসজিদুল আকসা ইহুদিবাদি ইসরাইলের কবল থেকে মুক্তির জন্য পবিত্র রমজানের শেষ শুক্রবারকে আল কুদস দিবস ঘোষণা করেছেন। তাই আমাদের ঈমানি দায়িত্ব হচ্ছে এ দিনে আমাদের প্রথম কিবলাকে মুক্তির জন্য ঝাপিয়ে পড়া।

captcha