IQNA

বিশ্ব বিখ্যাত ক্বারি 'মুস্তাফা ইসমাইলে'র দুর্লভ কিছু ছবি

19:53 - July 02, 2016
সংবাদ: 2601112
কুরআনিক কার্যক্রম বিভাগ: মিশরের প্রসিদ্ধ ক্বারি "মুস্তাফা ইসমাইল"। তিনি তার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে সকলের মনে বিশেষ স্থান তৈরি করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ১২ই জুনে টেলিগ্রাম এবং সামাজিক নেটওয়ার্কে কুরআনের আলোকে নির্মিত বেশ কয়েকটি গ্রুপে তার দুর্লভ বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। টেলিগ্রাম এবং সামাজিক নেটওয়ার্কে প্রকাশিত "মুস্তাফা ইসমাইলে"র ছবিগুলো ইকনার দর্শনার্থীদের জন্য প্রকাশ করা হল।
iqna

captcha