IQNA

হাজিদের মধ্যে গোয়েন্দাগিরি করার জন্য বিশেষ বেসলেট!

23:54 - July 12, 2016
সংবাদ: 2601185
আন্তর্জাতিক ডেস্ক: হাজিদের মধ্যে গোয়েন্দাগিরি এবং তাদের চিন্তাধারা হাইজ্যাক করার জন্য প্রত্যেক হাজিদের হাতে ডিজিটাল বেসলেট পরা বাধ্যতামূলক করেছে সৌদি কর্তৃপক্ষ।
হাজিদের মধ্যে গোয়েন্দাগিরি করার জন্য বিশেষ বেসলেট!
বার্তা সংস্থা ইকনা: সৌদি গোয়েন্দা নিরাপত্তা অপারেশন রুম তাদের নতুন পরিকল্পনার মাধ্যমে হাজিদের মধ্যে ডিজিটাল বেসলেট পরা বাধ্যতামূলক করেছে। এখন থেকে হাজিদের সৌদি এয়ারপোর্টে প্রবেশ করার সাথে সাথে তাদের হাতে ডিজিটাল বেসলেট পরতে হবে এবং সৌদি আরব ত্যাগ করার পূবে অর্থাৎ হাজিদের নিজেদের দেশে ফিরে যাওয়ার পূর্বে সৌদি এয়ারপোর্টে সেই বেসলেট খুলে দিতে হবে।

এই নতুন সিস্টেম তত্ত্বাবধায়ন করার জন্য সৌদি গোয়েন্দা সংস্থার বিশেষ সদস্যদের ন্যস্ত করা হয়েছে।

প্রত্যেক হাজির জন্য সৌদি কর্তৃপক্ষ যে ডিজিটাল বেসলেট নির্ধারণ করবে ঠিক সেই ডিজিটাল বেসলেট নির্ধারিত হাজিকে পরতে হবে। এ সকল ডিজিটাল বেসলেট অন্য এক সিস্টেমের সাথে সংযুক্ত করা হবে, যা প্রায় এক হাজার ক্যামেরার সাথে সংযুক্ত রয়েছে।

ডিজিটাল বেসলেটে যেই হাজির হাতে থাকবে সেই বেসলেটে ঐ হাজির নাম, জাতীয়তা এবং কাফেলার নাম সহ অন্যান্য ব্যক্তিগত তথ্য থাকবে। যাতে করে সৌদি কর্তৃপক্ষ এই ব্যক্তিকে সনাক্ত করতে পারে।

এসকল ডিজিটাল বেসলেট ওয়াটারপ্রুফ এবং মসজিদে হারাম সহ হজের আমল সম্পন্ন করার অন্যান্য স্থানে এক হাজার ক্যামেরার সাথে সংযুক্ত রয়েছে।

কন্ট্রোল রুম থেকে যখন হাজিদের নাম অথবা বেসলেটের নম্বর সিস্টেমে প্রবেশ করানো হবে তখনই তাদের স্থান সম্পর্কে কর্তৃপক্ষ অবগত হতে পারবে এবং সেখানে ইনেস্টল করা ক্যামেরার মাধ্যমে হাজিদের দেখতে পারবে। প্রতিটি ডিজিটাল বেসলেট জিপিএস সিস্টেমের সাথে সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও নিরাপত্তা কর্মীরা তাদের মোবাইলের মাধ্যমেও সিস্টেমে প্রবেশ করে হাজিদের স্থান সনাক্ত করতে পারবে। #
iqna
ট্যাগ্সসমূহ: হাজি ، সৌদি ، হজ ، ইকনা
captcha