IQNA

সুইডেনে কুরআন প্রতিযোগিতায় ৫৫ জন প্রতিযোগীর উপস্থিত

23:37 - July 15, 2016
সংবাদ: 2601205
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনে জাতীয় কুরআন প্রতিযোগিতায় নারী ও পুরুষ বিভাগে ৫৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতা কুয়েতের আওকাফ ও ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এবং হেফজে কুরআন ওয়ার্ল্ড এসোসিয়েশনের সহযোগিতায় সুইডেনের রিসালাত নামক দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।

সম্পূর্ণ কুরআন হেফজ, ২০ পারা হেফজ ১০ পারা হেফজ ও ৫ পারা হেফজ বিভাগে ৫৫ জন নারী ও পুরুষ একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন।

উক্ত কুরআন প্রতিযোগিতায় মোট আট জন বিচারক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মসজিদুন নবাবী (স.)র পেশ ইমাম "শেখ মোহাম্মাদ খলিল", কুয়েতে আওকাফ মন্ত্রণালয়ের প্রতিনিধি " মোহাম্মাদ আল-উমাইরি", রিসালাত দাতব্য প্রতিষ্ঠানের মহাসচিব "শেখ আব্দুর রহমান আল-আকিল", বিচারকমণ্ডলী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা, অংশগ্রহণকারীদের শিক্ষক এবং দর্শকমণ্ডলী উপস্থিত ছিলেন।

সমাপনি অনুষ্ঠানে বক্তাগণ কুরআন শিক্ষার গুরুত্ব, প্রতিযোগিতায় উত্তীর্ণদের অভিনন্দন এবং তাদেরকে এই পথ অটুট থাকার আহ্বান, কুরআন তিলাওয়াতের সকল নিয়মের সঙ্গে পরিচিত এবং পবিত্র কুরআনের উত্তম আখলাকের ওপর নির্ভর করে নিজেদের জীবন গঠনের আহ্বান জানান।

সমাপনি অনুষ্ঠানে প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সুইডেনের রিসালাত দাতব্য প্রতিষ্ঠান ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড ও ফিনল্যান্ডে রিসালাত দাতব্য প্রতিষ্ঠান শাখা রয়েছে। উক্ত দাতব্য প্রতিষ্ঠানটি শিক্ষা মূলক কাজ এবং আরবি ও ইসলামী সংস্কৃতির আলোকে কাজে করছে।

iqna


ট্যাগ্সসমূহ: কুরআন ، ইকনা ، কুয়েত ، ইসলাম
captcha