বার্তা সংস্থা ইকনা: অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসার দেয়াল এবং জানালায় ইসলাম বিরোধী শ্লোগান লিখেছে।
মাদ্রাসার কর্মচারীরা এই শ্লোগান দেখে বিস্মিত হয়ে গিয়েছে।
মাদ্রাসার প্রধান আহমাদ দানিয বলেন: "এটা ছিল আমার জন্য সব থেকে খারাপ অভিজ্ঞতা"।
ডেনমার্ক ইসলামিক সোসাইটি (DIT) সে দেশের রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছে, যে সমস্ত কর্মকাণ্ড বা বক্তব্য Islamophobia বা বিদ্বেষীদের কাজে সহায়তা করে সেগুলো করা অথবা বলা থেকে যেন তারা বিরত থাকে।
ডেনমার্ক ইসলামিক সোসাইটি জোর দিয়ে বলেছে: একটি মুসলিম স্কুলের যখন প্রকাশ্যে এই ধরনের একটি কাজের সম্মুখীন হয়, তখন রাজনীতিবিদদের উচিত ইসলামবিরোধীদের থেকে দূরে থাকা এবং বর্ণবাদের অপরাধের নিন্দা জানানো।
স্থানীয় পুলিশ এই বিষয়ে সক্রিয়ভাবে তাদের তদন্ত শুরু করছে।
পুলিশ অফিসার "পিটার হাসল্যান্ড" বলেন: আমরা এখনও স্পষ্ট নয় যে, এখনও স্পষ্ট নয় যে কারা ও কি অভিপ্রায়ে এই কাজটি করেছে এবং এই ঘটনাটি নিছক শিশুসুলভ ইয়ার্কি নাকি অন্যকিছু। তবে আমরা চরমপন্থিদের এধরণের কাজকে বিস্তার ঘটতে দেব না।
কিছু আধা-সরকারি প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, ডেনমার্কে ৩৫ লাখ জনগণের মধ্যে ১ লাখ ৬০ হাজার মুসলিম অধিবাসী রয়েছে।
iqna