IQNA

কারদ্বাভিকে সিরিয় মুফতির দাঁতভাঙ্গা জবাব

5:33 - December 16, 2016
সংবাদ: 2602167
আন্তর্জাতিক ডেস্ক: কাতারে বসবাসরত মিসরীয় মুবাল্লিগ শাইখ ইউসুফ কারদ্বাভি’র সিরিয়া সরকারের বিরুদ্ধে আলেপ্পো যুদ্ধে অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করার কড়া জবাব দিয়েছেন সিরিয়ার মুফতি শাইখ আহমাদ বাদরুদ্দীন হাসুন।

প্রেসটিভির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আল-মায়াদিন চ্যানেলে শাইখ হাসুন সরাসরি কারদ্বাভি’র উদ্দেশ্যে প্রশ্ন ছোঁড়েন: সিরিয়ার অভ্যন্তরিন বিষয়ে চিন্তা না করে মসজিদুল আকসা, কুদস, ফিলিস্তিন, এমনকি আপনার দেশ মিসরে জিহাদের বিষয়ে চিন্তা করা কি আপনার উচিত ছিল না?

সিরিয় মুফতি আরো বলেন: একটি ইসলামি ভূখণ্ড জায়নবাদীদের দখল থাকা অবস্থায় সিরিয়ার অভ্যন্তরিন যুদ্ধের বিষয়ে হস্তক্ষেপের অর্থ কি?!

শাইখ হাসুন বলেন: খ্রিষ্টান ভাইয়েরা আমার সাথে ফোনে যোগাযোগ করে আলেপ্পো শহরের উমাভি মসজিদ সংস্কার কাজে সহযোগিতার বিষয়ে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

তিনি বলেন: আবারও আলেপ্পোর উমাভি মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসবে। আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী।

আগামী ৬ মাসের মধ্যে উমাভি মসজিদ পূর্বের অবস্থায় ফিরে আনা হবে বলে প্রতিশ্রুতি দেন শেইখ হাসুন।#3554178


captcha