প্রেসটিভির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আল-মায়াদিন চ্যানেলে শাইখ হাসুন সরাসরি কারদ্বাভি’র উদ্দেশ্যে প্রশ্ন ছোঁড়েন: সিরিয়ার অভ্যন্তরিন বিষয়ে চিন্তা না করে মসজিদুল আকসা, কুদস, ফিলিস্তিন, এমনকি আপনার দেশ মিসরে জিহাদের বিষয়ে চিন্তা করা কি আপনার উচিত ছিল না?
সিরিয় মুফতি আরো বলেন: একটি ইসলামি ভূখণ্ড জায়নবাদীদের দখল থাকা অবস্থায় সিরিয়ার অভ্যন্তরিন যুদ্ধের বিষয়ে হস্তক্ষেপের অর্থ কি?!
শাইখ হাসুন বলেন: খ্রিষ্টান ভাইয়েরা আমার সাথে ফোনে যোগাযোগ করে আলেপ্পো শহরের উমাভি মসজিদ সংস্কার কাজে সহযোগিতার বিষয়ে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।
তিনি বলেন: আবারও আলেপ্পোর উমাভি মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসবে। আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী।
আগামী ৬ মাসের মধ্যে উমাভি মসজিদ পূর্বের অবস্থায় ফিরে আনা হবে বলে প্রতিশ্রুতি দেন শেইখ হাসুন।#3554178