Sctimes এর উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কর্মসূচী আজ সোমবার (৬ নভেম্বর ২০১৭) স্থানীয় সময় রাত ৮:৩০ মিনিটে মুসলিম বক্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইউনাইট ক্লাউড সংস্থার পরিচালনা পরিষদের সদস্য যুরিয়া আঞ্জুম এ সম্পর্কে জানিয়েছেন: এ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা ‘আপনাদেরকে অবমাননা করার উদ্দেশ্য আমার নেই, কিন্তু…’, ‘আপনাদেরকে অবমাননা করতে চাই না, কিন্তু…’ ইত্যাদি বাক্য দিয়ে নিজেদের প্রশ্ন শুরু করবেন।
প্রসঙ্গত, সেন্ট ক্লাউড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক বিশ্লেষক আরেফ হাসান, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা এবং ইসলামের সাথে এগুলোর অসম্পৃক্ততার বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখবেন।#3660186