IQNA

সেন্ট ক্লাউড গীর্জায়,

‘একজন মুসলিমকে জিজ্ঞেস করুন’ শীর্ষক ক্যাম্পেইন

5:19 - November 06, 2017
সংবাদ: 2604253
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশের সেন্ট ক্লাউড শহরে ইসলাম ধর্মকে পরিচয় করার লক্ষ্যে আয়োজিত হচ্ছে ‘একজন মুসলিমকে জিজ্ঞেস করুন’ শীর্ষক কর্মসূচী।

Sctimes এর উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কর্মসূচী আজ সোমবার (৬ নভেম্বর ২০১৭) স্থানীয় সময় রাত ৮:৩০ মিনিটে মুসলিম বক্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউনাইট ক্লাউড সংস্থার পরিচালনা পরিষদের সদস্য যুরিয়া আঞ্জুম এ সম্পর্কে জানিয়েছেন: এ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা ‘আপনাদেরকে অবমাননা করার উদ্দেশ্য আমার নেই, কিন্তু…’, ‘আপনাদেরকে অবমাননা করতে চাই না, কিন্তু…’ ইত্যাদি বাক্য দিয়ে নিজেদের প্রশ্ন শুরু করবেন।

প্রসঙ্গত, সেন্ট ক্লাউড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক বিশ্লেষক আরেফ হাসান, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা এবং ইসলামের সাথে এগুলোর অসম্পৃক্ততার বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখবেন।#3660186


captcha