বার্তা সংস্থা ইকনা: এই কর্মসূচী বুধবার (৯ম নভেম্বর) স্থানীয় সময় ১১টা থেকে ১৩টা পর্যন্ত অমুসলিমদের মাঝে স্কার্ফ বিতরণ এবং স্কার্ফ পরার পদ্ধতির শেখানোর মাধ্যমে অনুষ্ঠিত হবে।
৭ম নভেম্বর বিকাল ৫টায় "আধ্যাত্মিক জীবন"-এর আলোকে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারে ইসলাম ধর্মে হিজাবের গুরুত্ব এবং স্কার্ফ পরার পদ্ধতির শেখানো হয়েছে।
এই অনুষ্ঠানের আয়োজক "সালমা আহমাদ" বলেন: "হিজাবের সাথে একদিন" শীর্ষক কর্মসূচীর মূল উদ্দেশ্য হচ্ছে স্ক্রেন্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঐক্যের বিষয়টি ফুটিয়ে তোলা।
তিনি বলেন: হিজাবের অর্থ মুসলিম মহিলাদের উপর নিপীড়ন করা নয়; বরং তাদের ব্যক্তিত্বকে উচ্চ স্থানে পৌঁছে দেয়ে।