IQNA

মুসলমানদের নিকট ক্ষমা চাইলো কানাডার টিভিএ চ্যানেল

23:35 - December 17, 2017
সংবাদ: 2604584
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি কানাডার TVA চ্যানেল সেদেশের মন্ট্রিল শহরের দুটি মসজিদ নিয়ে ভিত্তিহীন তথ্য প্রকাশ করার জন্য মুসলমানদের নিকট ক্ষমা চেয়েছে।

বিশ্বের সবচেয়ে দামি বাড়ির মালিক সৌদি যুবরাজ!

বার্তা সংস্থা ইকনা: এই চ্যানেল এক প্রতিবেদন প্রকাশ করেছে, মন্ট্রিল শহরের নির্মাণাধীন দুটি মসজিদের নিকটে নারীদের (এমনকি নারী কর্মী) যেতে নিষেধ করেছে মসজিদ কর্তৃপক্ষ।

টিভিএ চ্যানেল আরও বলেছে, মুসলমানেরা মসজিদ নির্মাণের জন্য নিয়োজিত নারী কর্মীদের হুমকি দেখিয়েছে।

এই প্রতিবেদন প্রকাশের পরেরদিন মসজিদ কর্তৃপক্ষ এধরণের রিপোর্ট প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছে, আমরা শুধুমাত্র শুক্রবারে বিভিন্ন অনুষ্ঠানের জন্য গাড়ি পার্কিং-এর আহ্বান জানিয়েছি।

এই প্রতিবেদন প্রকাশের পরে মসজিদের সামনে উপস্থিত হয়ে কিছু মানুষ প্রতিবাদ করেছে।

ক্যুবেক প্রদেশের সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করেছে এবং ক্যুবেক নির্মাণ কমিশন, মসজিদের প্রতিনিধি, ঘটনার সাথে জড়িত কোম্পানি এবং নারী কর্মীদের ব্যাপারে তদন্ত করার নির্দেশ দিয়েছে এবং তদন্তের পর নারীদের মসজিদের পাশে উপস্থিতির উপর নিষেধাজ্ঞার ব্যাপারে কোন প্রমাণ পায়নি।

এই ঘটনার পর টিভিএ টেলিভিশন চ্যানেলের পরিচালক ১৫ই ডিসেম্বর অনলাইনে এক বিবৃতি প্রকাশের মাধ্যমে প্রকাশিত তথ্য মিথ্যা বলে দাবী করেছেন এবং এই মিথ্যা তথ্য প্রকাশের জন্য মুসলমানদের নিকট ক্ষমা চেয়েছেন।

iqna

 

 

captcha