IQNA

মক্কায় বাইকার ওমরাহযাত্রীদের অভ্যর্থনা

0:02 - February 03, 2023
সংবাদ: 3473276
তেহরান (ইকনা): ২২ দিন বাইক চালিয়ে অবশেষে মক্কায় পৌঁছেছেন ২৫ ওমরাহযাত্রী। গত ৬ জানুয়ারি পাকিস্তানের লাহোর থেকে পথ চলা শুরু করে ক্রস রুট ক্লাব নামের দলটি। এরপর গত ২৮ জানুয়ারি ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সৌদি আরবের মক্কায় গিয়ে পৌঁছেন ওই দলের সদস্যরা। এ সময় তাঁরা ইরান ও আরব আমিরাত হয়ে যান।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, সৌদির ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মক্কায় বাইকার দলটিকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়। ওমরাহযাত্রীদের তিন মাস পর্যন্ত ভিসার মেয়াদ বৃদ্ধির ঘোষণায় এই ভ্রমণের উদ্যোগ নেয় দলটি। সৌদিতে ১৯ দিন অবস্থানকালে শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রচারে বিশেষ অবদান রাখবেন বলে জানান দলের সদস্যরা।
 
ওমরাহযাত্রী মুহাম্মদ খান বলেন, ‘ক্রস রুট ক্লাবের সভাপতি মুকাররম তারিন এই বাইক ভ্রমণের উদ্যোগ নেন। মূলত ২০১৯ সালে আমরা বাইকে করে মক্কায় এসে ওমরাহ পালনের পরিকল্পনা করেছিলাম। করোনা মহামারির কারণে তা স্থগিত থাকে। এরপর প্রথম সুযোগেই আমরা তা লুফে নিই। সৌদি প্রবেশের পর থেকে স্থানীয়রা আমাদের অভ্যর্থনা জানিয়েছেন। সবার বন্ধুত্বপূর্ণ আচরণ ও সহযোগিতায় আমরা সবাই মুগ্ধ। পর্যটন বিকাশে সৌদির কর্মপন্থা আমাদের যাত্রাকে আরো সহজ করে দিয়েছে।’
 
অপর ওমরাহযাত্রী মুহাম্মদ সুহাইল আখতার বলেন, ‘এবারের বাইক ভ্রমণটি আমার জীবনের শ্রেষ্ঠ অ্যাডভেঞ্চারগুলোর একটি। যাত্রা পথে ইরান, আমিরাত, সৌদিসহ বিভিন্ন দেশের স্থানীয় লোকদের সঙ্গে আমাদের সাক্ষাৎ ও আলাপের সুযোগ হয়েছে। ২০০৯ সালে আমি বিমানযোগে সৌদি এসেছিলাম। কিন্তু এবার এসে এখানকার সেবা-সুবিধা দেখে অভিভূত হয়েছি।’ সৌদিতে ১৯ দিন অবস্থানের পর তাঁরা বাইকে করেই নিজ দেশে ফিরবেন। যাওয়ার পথে তাঁরা কুয়েত, ইরাক, জর্দান ও ইরান ভ্রমণ করবেন।
 
সূত্র : আরব নিউজ
নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha