IQNA

লন্ডনের রাস্তায় মনোমুগ্ধকার  তিলাওয়াত + ভিডিও

20:58 - September 12, 2024
সংবাদ: 3476012
ইকনা- লন্ডনে একটি মোটর কুরিয়ার কতৃক পরিচালিত কুরআনের মনোমুগ্ধকার তেলাওয়াত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দ্বারা ব্যাপকভাবে স্বাগত জানানো হয়েছে।

লন্ডনের রাস্তায় ট্রাফিকের মধ্যে একটি মোটরসাইকেল কুরিয়ার তৃক পরিচালিত কুরআনের মনোমুগ্ধকার তেলাওয়াত সামাজিক নেটওয়ার্কগুলিতে ব্যবহারকারীদের দ্বারা ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে। এই ভিডিওতে তিনি সূরা মুবারাকা আহযাবের নিম্নোক্ত আয়াতগুলো সুমধুর কণ্ঠে তেলাওয়াত করছেন।

..وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا ﴿۶۹﴾
হে বিশ্বাসিগণ! তোমরা তাদের মত হয়ো না যারা মূসাকে কষ্ট দিয়েছিল; তারা যা বলেছিল আল্লাহ তা (মিথ্যা অভিযোগ) থেকে তাকে মুক্ত করেছিলেন; এবং সে আল্লাহর নিকট সম্মনিত (নবী) ছিল। 
 (۶۹) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا ﴿۷۰﴾
হে বিশ্বাসিগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক (ও দৃঢ়) কথা বল;
يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا ﴿۷۱﴾
তাহলে তিনি তোমাদের কার্যকলাপ পরিশোধন করবেন এবং তোমাদের অপরাধগুলো মার্জনা করবেন; আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে নিঃসন্দেহে সে মহাসাফল্য অর্জন করবে। 
إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ... 
নিশ্চয় আমরা (আমাদের) আমানত আকাশ ও পৃথিবী এবং পর্বতমালার সম্মুখে স্থাপন করেছিলাম এবং তারা তা বহন করতে অস্বীকার করল এবং শংকা প্রকাশ করল, কিন্তু মানুষ তা বহন করল; নিশ্চয় সে (নিজের প্রতি) অতিশয় অবিচারক ও অতিশয় অজ্ঞ। 


উল্লেখ্য যে, সাম্প্রতিক বছরগুলিতে, ইংল্যান্ডের মুসলমানরা ইসলামোফোবিয়ার তরঙ্গ এবং চরম ডানপন্থী দলগুলির আক্রমণের মুখোমুখি হয়েছে।

captcha