
আল-খলিজ সূত্রে ইকনা জানায়, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর ২০২৫ (বাংলাদেশ সময় অনুযায়ী ৯ আভান মাস)।
নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হলো — পাসপোর্টের কপি, সুপারিশকারী প্রতিষ্ঠানের সিলযুক্ত আবেদনপত্র এবং একটি পাসপোর্ট সাইজের ছবি।
প্রতিযোগিতার প্রাথমিক ধাপ শুরু হবে ৩ নভেম্বর ২০২৫ (১২ আভান) থেকে এবং চলবে ২১ নভেম্বর (৩০ আভান) পর্যন্ত।
চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২০ থেকে ৩০ জানুয়ারি ২০২৬ (৩০ دی تا ۱۰ بهمن ۱۴۰۴) পর্যন্ত।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হতে হবে সম্পূর্ণ কুরআন মুখস্থকারী, তাজবিদ ও তেলাওয়াতে দক্ষ, এবং সুমধুর কণ্ঠস্বরের অধিকারী। অংশগ্রহণকারীর বয়স ৩৫ বছরের বেশি হতে পারবে না।
শুধুমাত্র আনুষ্ঠানিক ও স্বীকৃত ধর্মীয় বা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণকারীদের মনোনীত করতে পারবে। ব্যক্তিগত আবেদনপত্র বা সরাসরি আবেদন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
এছাড়া আবেদনকারীদের অবশ্যই গত তিন বছরের মধ্যে আয়োজিত স্বীকৃত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষ তিন বিজয়ীর মধ্যে থাকতে হবে, যা দ্বিতীয় এমিরেটস প্রতিযোগিতার পূর্বে অনুষ্ঠিত হয়েছে।
অংশগ্রহণকারীরা লিখিত ও মৌখিক পরীক্ষার মুখোমুখি হবেন, যা আন্তর্জাতিক বিচারক কমিটি গ্রহণ করবে।
তাদের প্রতিযোগিতার পুরো সময়জুড়ে শৃঙ্খলা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। 4310483#