IQNA

ইস্তাম্বুলে কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শন

12:50 - March 09, 2016
সংবাদ: 2600414
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল শহরের ইসলামিক আর্টস মিউজিয়ামে পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শন করা হবে।
ইস্তাম্বুলে কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শন

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রদর্শনীতে পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি সহ অন্যান্য হস্ত লিখিত গ্রন্থ প্রদর্শন করা হবে। চলতি সপ্তাহে প্রদর্শনী শুরু হয়েছে এবং একাধারে দুই মাস অব্যাহত থাকবে।

শনিবার (৫ম মার্চে) তুরস্কের ধর্মীয় সংস্থার প্রধানের মিহমান গুমাযর উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং ১০ই মে পর্যন্ত অব্যাহত থাকবে।

কুফি বর্ণমালায় হস্ত লিখিত মুজিযার গ্রন্থশিরোনামের উক্ত প্রদর্শনীতে পবিত্র কুরআনের প্রায় ১৫০টি প্রাচীন পাণ্ডুলিপি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।

প্রদর্শিত কুরআন শরীফের মধ্যে কিছু কুরআন শরীফ ইসলামের প্রথম যুগের অন্তর্গত এবং কিছু কুরআন শরিফ ইরানের জালাইরিয়ান, মিশরের মামলুক এবং অটোমান সাম্রাজ্যের রাজত্বের অন্তর্গত।#

iqna


captcha