বার্তা সংস্থা ইকনা: প্যারিস বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হিজাবের দ্ব্যর্থতা নিরসন করার জন্য তাদের অমুসলিম সহপাঠীদের নিকট এক দিনের জন্য হিজাব পরার আহ্বান জানিয়েছে।
' এক দিনের জন্য হিজাব' শিরোনামে ২০শে এপ্রিলে প্যারিস বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সেদেশে এধরনের আয়োজন এর পূর্বে বাস্তবায়ন হয়নি।
তার বলেন, যদি প্রতিটি নারীর তার ব্যক্তিগত পোশাক নির্বাচন করার অধিকার থাকে তাহলে কেন মুসলমানদেরকে হিজাব পরতে বাধা দান করা হয়।
এই হিজাব দিবসে মুসলমান মেয়েরা সবাই হিজাব পরে আসেন আর বিশেষ ব্যাপার হচ্ছে তাদের হিজাবও ছিল খুবই সুন্দর ও দৃষ্টিনন্দন।
এই ছাত্রীরা সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে প্যারিসের নারীদের উদ্দেশ্য একটি পোস্ট দিয়েছেন, যাতে লেখা আছে, ফ্রান্সে যেভাবে ইসলামভীতি ছড়ানো হচ্ছে এই পরিস্থিতিতে যদি আপনারা একদিন হিজাব পরেন তাহলে আপনারা উপলব্ধি করবেন যে আমরা কত সমস্যার সম্মুখীন হচ্ছি।
এই অনুষ্ঠানে উপস্থিত নারীরা হিজাব পরে রাস্তায়, গাড়িতে এবং ম্যাট্রোতে চলার সময় যে সমস্যার সম্মুখীন হন সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।
ফ্রান্সের প্রধানমন্ত্রী, নারী বিষয়কমন্ত্রী সহ সকল কর্মকর্তারা হিজাবের বিরুদ্ধে কথা বলেন। নারী বিষয়কমন্ত্রী বলেন, যারা হিজাব পরে তারা ঐ সকল কালো মহিলা যারা দাসত্বকে মেনে নিয়েছে।
উল্লেখ্য প্যারিসে দায়েশের সন্ত্রাসী হামলার পর থেকে সেদেশে মুসলমানদের বিরুদ্ধে হামলা বৃদ্ধি পেয়েছে।
iqna