IQNA

আল-মুস্তাফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভারত শাখায় শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে

23:56 - July 27, 2016
সংবাদ: 2601277
আন্তর্জাতিক ডেস্ক: আল-মুস্তাফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভারত শাখার প্রতিনিধি সেদেশের ছাত্র-ছাত্রীদের নিকট থেকে পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের গৃহীত করছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: ইরানের আল-মুস্তাফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভারত শাখার ভর্তি হওয়ার জন্য যে সকল শর্তাবলী প্রয়োজন রয়েছে তা হচ্ছে:

- ছাত্রদের জন্য ১৮ থেকে ২৫ বছর এবং ছাত্রীদের জন্য ১৮ থেকে ২২ বছর

- শারীরিক এবং মানসিক ভাবে পূর্ণ সুস্থতা

- লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ

- ছাত্রদের জন্য একটি স্নাতক ডিগ্রী এবং ছাত্রীদের জন্য এইচ এস সি'র সার্টিফিকেট

উল্লেখ্য, ভারতে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে ২৬শে আগস্ট ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

iqna

ট্যাগ্সসমূহ: মুস্তাফা ، ভারত ، ইরান ، ইকনা
captcha