আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আযহার জামে মসজিদে সেদেশের প্রসিদ্ধ ক্বারি মোস্তাফা ইসলামইলের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের অডিও ফাইল সামাজিক নেটওয়ার্কে প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনা:
বিশ্ববিখ্যাত ক্বারি মোস্তাফা ইসলামইল ১৯৭০ সালে মিশরের আযহার জামে মসজিদে জুমার নামাজের
পরে সূরা কামারের ৪৯ থেকে ৫৫ নম্বর আয়াত এবং সূরা আল-রহমানের ১ থেকে ৩২ নম্বর আয়াত
পর্যন্ত তিলাওয়াত করেছেন।
প্রসিদ্ধ এই ক্বারির
সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের অডিও ফাইলটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা
হল: