IQNA

মসজিদে হামলার অভিযোগে আমেরিকান নারীর বিচার

14:50 - June 18, 2017
সংবাদ: 2603281
আন্তর্জাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়ার 'স্ক্যারমেন্ট' এলাকার একটি মসজিদে হামলা চালানোর অভিযোগে আমেরিকার এক নারীকে ৫ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ১৬ই জুনে ইসলাম বিদ্বেষী ঐ নারীর বিচারকার্য সম্পন্ন করা হয়।
মসজিদে হামলার অভিযোগে আমেরিকান নারীর বিচার

বার্তা সংস্থা ইকনা: ক্যালিফোর্নিয়ার ৩৩ বছরের 'লরেন কার্ক ক্যালু' এপ্রিল মাসে পুলিশের হাতে গ্রেফতার হয়। মসজিদের ৬টি জানালার কাচা ভাঙ্গা, দুইটি বাইসাইকেল এবং মসজিদের ভিতরে শুকরের মাংস নিক্ষেপ করার কথা তিনি আদালতে স্বীকার করে। তার স্বীকারোক্তির উপর ভিত্তি করে তাকে ৫ বছর অবেক্ষাধীন দণ্ডে দণ্ডিত করা হয়।

'লরেন কার্ক পূর্বে গুগলে এবং স্ক্যারামেন্ট এলাকার কৌঁসুলিকের সহকারী হিসেবে কাজ করত। মসজিদে হামলা করার অভিযোগে তাকে আগামী ৫ বছর ইন্টারনেট ব্যবহার করা থেকে বঞ্চিত করা হয়েছে।

এছাড়াও লনেন কার্ককে ইসলাম ধর্ম ও মুসলমান সম্পর্কে অধিক তথ্য জানানোর জন্য আগামী ৫ বছর পুলিশের তত্ত্বাবধানে স্ক্যারমেন্ট এলাকার মসজিদে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আদালত তাকে বাধ্য করবে।

iqna


captcha