IQNA

মিশরের ওয়াক্ফ মন্ত্রণালয়;

মিশরে কুরআন প্রশিক্ষণের বিনিময় অর্থ গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ

0:14 - July 04, 2017
সংবাদ: 2603366
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের ওয়াক্ফ মন্ত্রী কায়রোর মসজিদসমুহে কুরআন প্রশিক্ষণের খবর দিয়ে বলেছেন: ওয়াক্ফ মন্ত্রণালয় কুরআন প্রশিক্ষণের বিনিময়ে কোন শিক্ষার্থীর নিকট হতে অর্থ গ্রহণের অধিকার কাউকে দেবে না।
মিশরে কুরআন প্রশিক্ষণের বিনিময় অর্থ গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ
বার্তা সংস্থা ইকনা: মিশরের ওয়াক্ফ মন্ত্রী মুহাম্মাদ মোখতার জুময়া বলেন: কায়রোর মসজিদসমূহে বিনামূল্য কুরআন হেফজের প্রশিক্ষণ দেওয়া হবে। কোন শিক্ষক কোন শিক্ষার্থীর নিকট হতে কুরআন প্রশিক্ষণের বিনিময়ে অর্থ গ্রহণ করতে পারবে না।
তিনি বলেন: এর বিনিময়ে ওয়াক্ফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের বেতন প্রদান করা হবে।
এছাড়াও মিশরের ওয়াক্ফ মন্ত্রণালয় তাদের নতুন কৌশল বাস্তবায়নের লক্ষ্যে নৈতিকতার পুনরুজ্জীবন, খতিবদের শক্তিশালিকরণ, খতিব ও পেশ ইমামদের বেতন, কুরআনিক স্কুল এবং চরমপন্থা মোকাবিলার ওপর কাজ করবে।
এই মন্ত্রণালয় কায়রোর ওয়াক্ফ সংস্থার উপদেষ্টা শেখ খালেদ খাজারকে আগামী সপ্তাহের মধ্যে কায়রোর ১০০টি মসজিদের এই প্রকল্প শুরু করার দায়িত্ব দিয়েছে।
iqna

 

captcha