IQNA

হজে মিশরের ৪৯ হাজি নিহত

19:06 - September 05, 2017
সংবাদ: 2603762
আন্তর্জাতিক ডেস্ক: মিশরীয় স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় গতকাল (৪র্থ সেপ্টেম্বর) ঘোষণা দিয়েছে, চলতি বছরে মিশরের ৪৯ জন হাজি নিহত হয়েছে।
হজে মিশরের ৪৯ হাজি নিহত

বার্তা সংস্থা ইকনা: ৩য় সেপ্টেম্বর বিকালে হজে করতে যাওয়া মিশরের তিন জন হাজি নিহত হয়েছেন। এ নিয়ে এ বছরে মিশরের মোট ৪৯ জন হাজি নিহত হয়েছেন।
মিশরীয় হজ মেডিকেল ডাক্তার হাজিদের মৃত্যু সম্পর্কে বলেন: স্ট্রেস, হজের আমলের চাপ এবং অধিকাংশ হাজি বৃদ্ধ হওয়ার কারণে হাজিদের মৃত্যু হয়েছে।
তিনি সর্বশেষে বলেন: হার্ড এ্যাটাক এবং শ্বাসযন্ত্রের সমস্যার কারণে মিশরীয় হাজিদের মৃত্যু হয়েছে। এসকল হাজিদের মৃত্যুর সনদ যথাসময়ে তাদের পরিবারবর্গের নিকট হস্তান্তর করা হবে।
iqna



ট্যাগ্সসমূহ: হজ ، মিশর ، নিহত ، ইকনা
captcha