IQNA

লন্ডনের ইমাম হুসাইনের (আ.) শোকানুষ্ঠানে "মোস্তফা আল-আলী"র তিলাওয়াত + ভিডিও

15:03 - September 29, 2017
সংবাদ: 2603950
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র এবং জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইংল্যান্ডের আহলে বায়েত আঞ্জুমানের পক্ষ থেকে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনের ইমাম হুসাইনের (আ.) শোকানুষ্ঠানে

বার্তা সংস্থা ইকনা: প্রতিদিন কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত শোকানুষ্ঠানের সূচনা হয়। অতঃপর মর্সিয়া, বক্তৃতা ও মাতম পরিবেশনার মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়। আহলে বায়েত (আ.)এর ভক্তবর্গ উপস্থিতিতে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত শোকানুষ্ঠানে ইরাকের বিশিষ্ট ক্বারি এবং ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পঞ্চম স্থানের অধিকারী "মোস্তফা আল-আলী" কুরআন তিলাওয়াত করেছেন। তার কুরআন তিলাওয়াতের ভিডিওটি ইকনা'র দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:

iqna

লন্ডনের ইমাম হুসাইনের (আ.) শোকানুষ্ঠানে

captcha