IQNA

আফগানিস্তানে তালেবান ও দায়েশের মধ্যকার সংঘর্ষে ২১ সন্ত্রাসী নিহত

23:51 - November 04, 2018
সংবাদ: 2607118
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহর প্রদেশে তালেবান এবং দায়েশের মধ্যকার সংঘর্ষে ২১ সন্ত্রাসী নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের ২০১তম সেনাবাহিনী ব্রিগেড এক বিবৃতিতে ঘোষণা করেছে, গতকাল (৩য় নভেম্বর) নানগারহর প্রদেশের "ভালসাওয়ালী খোগিয়ানী" শহরের অদূরে জাভা গ্রামে এই দুই গ্রুপ সন্ত্রাসীদের মধ্যে এই সংঘর্ষ সংগঠিত হয়েছে।
এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে: এই সংঘর্ষের ফলে তালেবানের ১৮ সন্ত্রাসী এবং দায়েশ তথা আইএসের ৩ সন্ত্রাসী নিহত হয়েছে।
বিগত বছরগুলোয় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহর প্রদেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। কিন্তু সম্প্রতি এই অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।
নানগারহর প্রদেশের বিভিন্ন অঞ্চলে তালেবান এবং দায়েশের সন্ত্রাসীরা অবস্থান করছে এবং মাঝেমধ্যে তারা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।
iqna

captcha