বার্তা সংস্থা ইকনা: বাহরাইনের সুপ্রিম কোর্ট ৩১মে ডিসেম্বর সেদেশের বিশিষ্ট এক মানবাধিকার কর্মী নাবিল রাজাবকে ৫ বছর কারাদণ্ডে দণ্ডিত করেছে।
গতবছরের ফেব্রুয়ারি মাসে সামাজিক গণমাধ্যম টুইটারে ইয়েমেনে যুদ্ধের জন্য সৌদি আরবের সমালোচনা এবং বাহরাইনের "জু" নামক কারাগারে বন্ধীদের প্রতি অমানবিক অত্যাচারের সমালোচনা করার অভিযোগে বাহরাইনের সুপ্রিম কোর্ট নাবিল রাজাবকে ৫ বছর কারাদণ্ডে দণ্ডিত করেছে।
২০১৮ সালের জুন মাসে সুপ্রিম কোর্টের এই রায়কে সেদেশের আপিল কোর্ট স্বীকৃতি দিয়েছে।
এদিকে ৫৮টি আন্তর্জাতিক আইনি সংস্থা নাবিল রাজাবের অনতিবিলম্বে মুক্ত এবং তার বিরুদ্ধে দায়ের করা সকল অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
এসকল সংস্থার মধ্যে এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থাও রয়েছে। এসকল সংস্থা বাহরাইনের বিশিষ্ট এই মানবাধিকার কর্মীর প্রতি অত্যাচারের প্রতিবাদ জানিয়ে এই বিষয়ে সুষ্ঠ তদন্তে আহ্বান জানিয়েছে।
iqna