IQNA

পূর্ব এশিয়ার দেশ সমূহে ‘জ্ঞান হেদায়েতের আলো’ নামক প্রতিযোগিতা

8:33 - January 01, 2014
সংবাদ: 1349336
আন্তর্জাতিক বিভাগ: পূর্ব এশিয়ার ইসলামী এসোসিয়েশনের পক্ষ থেকে ‘জ্ঞান হেদায়েতে আলো’ নাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

পূর্ব এশিয়া শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রতিযোগিতা ইসলামে জ্ঞানের ভূমিকা আলোকে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে।

আগ্রহী ব্যক্তি মণ্ডলী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেতে পারেন এবং প্রতিযোগিতার প্রশ্ন-উত্তর শুক্রবারের মধ্যে তথা ৩য় জানুয়ারির মধ্যে upm.isam1380@gmail.com ঠিকানায় প্রেরণ করতে পারেন।

উল্লেখ্য যে, প্রতিযোগিতায় উত্তীর্ণদের নাম, হযরত মুহাম্মাদ (সা.) এর পবিত্র জন্ম বার্ষিকীর দিনে ঘোষণা করা হবে এবং মূল্যবান পুরস্কারে ভূষিত করা হবে।

1348643

captcha