IQNA

ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার নতুন প্রধান নিযুক্ত হলেন ‘ইব্রাহিমী তুর্কামান

11:13 - January 04, 2014
সংবাদ: 1350259
আন্তর্জাতিক বিভাগ : সর্বোচ্চ নেতার সমর্থন নিয়ে ইরানের সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রীর এক নির্দেশনামার মাধ্যমে ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পেলেন আবুযার ইব্রাহিম তুর্কামান

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আলী জান্নাতীর পক্ষ হতে ইব্রাহিমী’র প্রতি ঐ নির্দেশ নামায় উল্লেখিত হয়েছে যে, আপনার জ্ঞান, অভিজ্ঞতা এবং দীর্ঘকাল যাবত বিভিন্ন দেশে সাংস্কৃতিক তত্পরতা ইত্যাদি বিষয় দৃষ্টিতে রেখে সর্বোচ্চ নেতার অনুমতি গ্রহণপূর্বক ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার উচ্চতর পরিষদের পক্ষ হতে আপনাকে আগামী ৩ বছরের জন্য ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার
>প্রধান হিসেবে নিয়োগ দেয়া হল। আমরা আশাবাদী যে, মহান আল্লাহর অনুগ্রহ ও সহযোগিতায় আপনি বিদ্যমান সকল উপকরণ ও আন্তর্জাতিক বিষয়াদি সম্পর্কে দক্ষ সহকর্মীদের সাথে নিয়ে ইরানের সংস্কৃতি ও সভ্যতাকে সঠিকভাবে উপস্থাপন এবং অন্যান্য জাতি ও সংস্কৃতির জনগণকে বিশেষভাবে মুসলমানদের সাথে ইরানের সংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করতে সক্ষম হবেন।
>১৩৭৩ (ফার্সী সন) সালে ইরানের বিশ্ববিদ্যালয়সমূহে সর্বোচ্চ নেতার প্রতিনিধির দফতর প্রধান, ১৩৭৫ হতে ১৩৭৬ সাল নাগাদ আনকারায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের সাথে সম্পৃক্ত সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্কৃতি বিষয়ক পত্রিকার সম্পাদক পরিষদের সদস্য, ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার এশিয়া ও প্যাসিফিক এশিয়া অঞ্চল বিষয়ক বিভাগের প্রধান এবং রাশিয়ায়
>ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলর (১৩৮৬-১৩৯২)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন।

1348839

captcha