IQNA

নাবেলাস শহরে মসজিদ ধ্বংসের চেষ্টায় জায়নবাদিরা

10:08 - January 08, 2014
সংবাদ: 1352249
আন্তর্জাতিক বিভাগ: ছোট শহর নির্মাণের বাহানায় ইসরাইলি নিরাপত্তা বাহিনী ‘আকরাবান’ শহরের একটি মসজিদ এবং পাঁচটি বাড়ী খালি করার নির্দেশ দিয়েছে।

‘CPI’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসরাইলি নিরাপত্তা বাহিনী, নাবেলাস শহরের উপকণ্ঠে আকরাবানের অধিবাসীদের হুমকি দিয়ে শহর খালি করার নির্দেশ দিয়েছে।

৭ম জানুয়ারি সকালে ইসরাইলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনির বিদ্যুৎ সংক্রান্ত একটি ভবন এবং খাদ্যদ্রব্যের গুদামগুলো ধ্বংস করেছে। খুব শীঘ্রই ঐ অঞ্চলের ধর্মীয় স্থানগুলো  বুলডেজারের দিয়ে ধ্বংস করা হবে বলে আশংকা করা হচ্ছে।

২০১৩ সালে যায়নবাদীরা বহুবার এই শহরে বিভিন্ন উপায়ে হামলা চালিয়েছে এবং অনেক অধিবাসীকে বাসস্থান ত্যাগ করতে বাধ্য করেছে। নিপীড়িত ফিলিস্তিনির উপর এভাবে হামলা চালিয়ে তাদের জায়গা দখল করে  ইসরাইলিরা নিজেদের জমি বর্ধনের চেষ্টা করছে।

1352065

captcha