IQNA

জার্মানে প্রাথমিক স্কুলে ইসলাম শিক্ষা প্রদানের

9:25 - January 11, 2014
সংবাদ: 1353040
আন্তর্জাতিক বিভাগ: জার্মানের প্রাথমিক স্কুলের শিক্ষক তিমুর কুমালু জানিয়েছেন: বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলিম ছাত্ররা জার্মানে বসবাস করছে এবং আমরা যথাযথ শিক্ষা প্রদানের মাধ্যমে

তাদেরকে সাহায্য করব। যাতে করে তারা নিজেদের ধর্মীয় বিশ্বাসকে জার্মানের সমাজে টিকিয়ে রাখে।

‘New York Times’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জার্মানি সরকারি প্রাথমিক স্কুলে এই প্রথম, ইসলামি শিক্ষা প্রদানে সিদ্ধান্ত নিয়েছে। জার্মানের হাসান নামক প্রদেশের সরকারি স্কুলে ইসলামি শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে।

জার্মানি অধিবাসীরা এ ব্যাপারে মতামত প্রকাশ করে বলেছেন: আরও আগে থেকে স্কুল শিক্ষার্থীদের মধ্যে ইসলামী শিক্ষা প্রচারের প্রয়োজন ছিল।

এদিকে জার্মানে বার্তা সংস্থা সমূহের  প্রতিবেদন অনুযায়ী সেদেশের হাসান প্রদেশের দুই যুবক যুদ্ধের জন্য সিরিয়া গিয়ে নিহত হয়েছে।

উল্লেখ্য, জার্মানে প্রায় ৪০ লাখ মুসলমান বসবাস করছে এবং ৮ কোটি ২ লাখ জনগণের মধ্যে ৫ শতাংশ অধিবাসী মুসলমান।

1352308

captcha