IQNA

ইংল্যান্ড ইসলামিক সেন্টারে ঈদে মীলাদুন্নাবী পালিত

10:04 - January 18, 2014
সংবাদ: 1360180
আন্তর্জাতিক বিভাগ: লন্ডনে ‘ইংল্যান্ড ইসলামিক সেন্টারের’ সহযোগিতায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে আরবি ভাষীদের জন্য আনন্দ মাহফিল অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড ইসলামিক সেন্টারের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ আনন্দ মাহফিল হযরত মুহাম্মাদ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে আহলে বাইয়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে ১৮ই জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

উক্ত আনন্দ মাহফিলে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন ‘বাহাউল উকিল’ এবং আহলে বাইয়েতের (আ.)এর শানে মর্সিয়া পাঠ করবেন ‘সায়্যেদ জাফর মুসাভী’।

উল্লেখ্য, উক্ত আনন্দ মাহফিল আনন্দ মাহফিল ইংল্যান্ড ইসলামিক সেন্টারের পক্ষ থেকে ১৮ই জানুয়ারি তথা রবিবার সন্ধ্যায় স্থানীয় সময় ৬টায় শুরু হবে এবং রাত ৮টা পর্যন্ত অব্যাহত থাকবে।

1359882              

 

 

captcha