IQNA

বায়তুল মোকাররময় ইসলামি গ্রন্থ মেলা

10:05 - January 18, 2014
সংবাদ: 1360183
আন্তর্জাতিক বিভাগ: বাংলাদেশ ইসলামিক সেন্টার এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানী কালচারাল সেন্টারের সহযোগিতায় জাতিয় মসজিদ বায়তুল মুকাররময় ইসলামি গ্রন্থ মেলা উদ্বোধন হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মন্ত্রী মাওলানা মতিউর রহমান এবং ইসলামিক সেন্টারের প্রধান ও দেশের ধর্মীয় ওলামাদের উপস্থিতিতে ধর্মীয় গ্রন্থ মেলার উদ্বোধন হয়েছে।

এ গ্রন্থ মেলায় ধর্মীয় গ্রন্থ ছাড়াও কুরআনের বোর্ড প্রদর্শন করা হয়েছে এবং আগ্রহী দর্শকদের জন্য ১৫ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

ঢাকায় অবস্থিত ইরানি কালচারাল কাউন্সিলারের সহযোগিতায় অনুবাদকৃত কয়েক খণ্ডের ৫০টি কুরআনের কাহিনীর আলোকে লিখিত গ্রন্থ বাংলাদেশ ইসলামিক সেন্টারে অনুদান করা হয়েছে।

উল্লেখ্য যে, পবিত্র ঈদে মীলাদুন্নাবী উপলক্ষে দেশের বিভিন্ন শহরে মিলাদ মাহফিল এবং উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

1359869

captcha