IQNA

সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাত করবেন ইসলামি ঐক্য সম্মেলনের অতিথিরা

8:24 - January 19, 2014
সংবাদ: 1360648
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ২৭তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের অতিথিবৃন্দ মহানবী (স.) এর পবিত্র জন্মবার্ষিকীতে (১৭ই রবিউল আওয়াল) ইসলামি ইরানের সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাত করবেন।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি ঐক্য সম্মেলনের আমন্ত্রিত অতিথিবৃন্দ আজ (রোববার, ১৯শে জানুয়ারী) মহানবী (স.) এর পবিত্র জন্মদিবসে তেহরানস্থ ইমাম খোমেনী (রহ.) ইমামবাড়ীতে উপস্থিত হয়ে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী’র সাথে সাক্ষাত করবেন।

গত পরশু ইরানের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হাসান রুহানী’র উপস্থিতিতে উদ্বোধন হওয়া এ সম্মেলনে ৫৮টি দেশের ৩৮০ জন অতিথি অংশগ্রহণ করছেন। আজ রাতে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আয়াতুল্লাহ হাশেমী রাফসানজানী।#1360278

captcha