কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ প্রদর্শনীতে অসংখ্য ইসলামিক সংস্কৃতি ও ধর্মীয় শিল্প প্রদর্শন করা হয়েছে এবং পবিত্র কুরআনের আলোকে লেখা ২০০টি প্রবন্ধ দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে। ইসলামী প্রদর্শনের মাধ্যমে সেদেশের মুসলমানেরা তাইওয়ানের অধিবাসীদের মধ্যে ইসলাম প্রচার করার চেষ্টা করেছে।
ইসলামী প্রদর্শনীর কর্তৃপক্ষ ‘শিন শি মিঙ্গ’ জানিয়েছেন: এ প্রদর্শনীতে মুসলমানদের দৈনন্দিন জীবনীর আলোকে চিত্র এবং প্রবন্ধে তুলে ধরা হয়েছে এবং তাইওয়ানে ইসলামের আলোকে প্রথম বারের মত পূর্ণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এবং এ প্রদর্শনীর মাধ্যমে ইসলামী সংস্কৃতির পূর্ণ রূপ তুলে ধারা হয়েছে।
এ প্রদর্শনীতে তাইওয়ানের মিউজিয়াম, ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিঙ্গি জাতীয় বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে এবং দুই দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
http://shafaqna.com/persian/islam-world/item/64223