‘World Bulletin’ সংবাদ সংস্থার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন (Türkiye Diyanet Vakfı) জানিয়েছে: সমসাময়িক কালে ইসলামী সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের মাধ্যমে এ ইসলামী বিশ্বকোষে প্রকাশিত হয়েছে। বর্তমানে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইটে আগ্রহী ব্যক্তি মণ্ডলীর জন্য এ ইসলামী বিশ্বকোষ উপস্থাপন করা হয়েছে।
উক্ত ইসলামী বিশ্বকোষ সর্বপ্রথম ১৯৮৩ সালে বিভিন্ন ইসলামী তথ্যের আলোকে সংগ্রহ করা হয় এবং এর প্রথম খণ্ড ১৯৮৮ সালে প্রকাশিত হয়। এর শেষ খণ্ড তথা ৪৪তম খণ্ড গত মাসে প্রকাশিত হয়েছে।
ইসলামী বিশ্বের দুই হাজার জন ওলামার প্রচেষ্টায় উক্ত ইসলামী বিশ্বকোষে সংকলন কারা হয়েছে।
এই ইসলামী বিশ্বকোষে ইসলামী বিষয় তথা ইসলামিক বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সংস্কৃতি এবং সভ্যতা আলোকে ১৫২২৬টি বিষয় এবং ৫০০টি উৎস উপস্থাপন করা হয়েছে।