IQNA

ইরানে ‘মহিমান্বিত দৃশ্য’ নামক আলোকচিত্র প্রতিযোগিতা

16:01 - February 04, 2014
সংবাদ: 1370945
আন্তর্জাতিক বিভাগ: কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র উদ্যোগে ফটোগ্রাফিদের প্রতিভা বিকাশের উদ্দেশ্যে ‘মহিমান্বিত দৃশ্য’ নামক আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ প্রতিযোগিতা অপেশাদারি ফটোগ্রাফিদের জন্য অনুষ্ঠিত হবে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রফেশনাল ক্যামেরা, এমনকি ডিজিটাল ক্যামেরারও প্রয়োজন নেই। প্রতিযোগীরা নিজেদের মোবাইলের ক্যামেরায় তোলা ছবি জমা দিয়ে ‘মহিমান্বিত দৃশ্য’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।
প্রতিবেদন অনুযায়ী, এ প্রতিযোগিতার মূল বিষয়বস্তু হচ্ছে, চলতি বছরে ইরানে অনুষ্ঠিত ‘ফাজরের দশ দিন’ এবং ‘ফজরের দশ দিন’এর আলোকে অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানের ছবি ১৩ই ফেব্রুয়ারির মধ্যে বার্তা সংস্থা ইকনা’র হেড অফিসে প্রেরণ করতে হবে। লক্ষ রাখতে হবে প্রেরণ কৃত ছবিগুলো অন্য কোন ওয়েব সাইটে যেন আপলোড না হয়।
যে সকল ছবি প্রেরণ করা হবে তার সাইজ যেন ৫০০ kb -এর বেশী না হয়। প্রত্যেক অংশগ্রহণকারীর চারটি ছবি প্রেরণ করতে পারবেন।
অংশগ্রহণ কারীদের মধ্যে ২০ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে এবং প্রথম পাঁচ জনকে এক মিলিয়ন (ইরানী) রিয়াল অনুদান করা হবে।
উল্লেখ্য, আগ্রহী ব্যক্তিমণ্ডলী অধিক তথ্য জানান জন্য ০০৯৮০২১৬৬৯৭০৭৭৩ এবং ০০৯৮০২১৬৬৪৯৬৪২৯ নাম্বরে যোগাযোগ করতে পারেন এবং নিজেদের তোলা ছবিগুলো এখানে ক্লিক করে প্রেরণ করতে পারেন।
1370007

captcha