কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মহিলা ইসলামী শিক্ষালয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের রেডিও সেন্টার এবং ইরানে বিশ্ববিদ্যালয় সমূহের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক এবং ১৫টি দেশের অতিথিদের উপস্থিতিতে ‘মহিলা মুজতাহিদ আমিনের সম্মাননা’য় আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ৫ম ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, উক্ত শীর্ষ সম্মেলনের প্রধান বক্তা হিসেবে আয়াতুল্লাহ হায়ের সিরাজি উপস্থিত থাকবেন। এছাড়াও এ সম্মেলনে ইরানের দর্শনশাস্ত ইন্সটিটিউটের সভাপতি হুজ্জাতুল ইসলাম আব্দুল হোসাইন খসরুপানাহ এবং মাজমায়ে আহলে বাইয়েতের মহাসচিব আয়াতুল্লাহ আখতারী মূল্যবান বক্তৃতা পেশ করবেন।
এ ছাড়াও এ শীর্ষ সম্মেলনে ইরান সহকারে বিশ্বের বিভিন্ন দেশের পণ্ডিতদের, যুক্ত, অতীন্দ্রিয়বাদ, জ্ঞান এবং সুষ্ঠু জীবনযাত্রার পদ্ধতির আলোকে লিখিত প্রবন্ধ সমূহ উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, শীর্ষ সম্মেলন ৫ম ফেব্রুয়ারি তথা বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে।
1370287