IQNA

ফজর দশক উপলক্ষে;

তুর্কমেনিস্তানে ইরানি সাংস্কৃতিক ও শিল্প প্রদর্শনী

15:55 - February 08, 2014
সংবাদ: 1372545
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে ৭ম ফেব্রুয়ারি থেকে চার দিন ব্যাপী ইরানি সাংস্কৃতিক ও শিল্প প্রদর্শনী শুরু হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানি সাংস্কৃতিক ও শিল্প প্রদর্শনী তুর্কমেনিস্তানের সংস্কৃতি মন্ত্রণালয়ে পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে।
বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিশেষকরে তুর্কমেনিস্তানে সঙ্গীত গোষ্ঠীর উপস্থিতিতে ইরানের ক্লাসিক্যাল মিউজিক এবং যুগ্ম কনসার্ট অনুষ্ঠিত হবে।
এছাড়াও এ প্রদর্শনীতে ইরানের কারুশিল্প, খোদাই কর্ম, মাটির শিল্প, ক্যালিগ্রাফি, চিত্রাঙ্কন, পয়েন্টিং, ছবি উপস্থাপন করা হবে এবং তুর্কমেন ও ইরানী খাদ্য উৎসব  অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত তুর্কমেনিস্তানের উক্ররণ সিনেমা হলে ছয়টি ইরানী চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
1371049

captcha