কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আব্দুল নাসের হালামী এব্যাপারে বলেন, ইমাম হোসাইন (আ.) মসজিদটি খুলে দেওয়ার প্রয়োজন রয়েছে এবং এ মসজিদটি শিয়াদের কার্যক্রমের কেন্দ্র হিসেবে পরিবর্তনের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও বলেন, মসজিদটি খুলে দেওয়ার ব্যাপারে মিশরের ধর্ম মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেও কোন ফলাফল পাওয়া যায়নি এবং ইমাম হোসাইন (আ.) মসজিদের কমিটিও ধর্ম মন্ত্রীর নিকট উক্ত মসজিদটি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু এতেও কোন লাভ হয়নি।
তিনি আরও বলেন, মিশরে সংখ্যালঘু শিয়ারা এপর্যন্ত কোন সমস্যা সৃষ্টি করেনি।
এছাড়াও বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জামা, তলোয়ার, সুরমাদানি এবং মাথার কয়েকটি চুল সহকারে খলিফা ওসমান বিন আফফানের শাসনামলে হস্তলিখিত পবিত্র কুরআন শরীফ অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করা হয়েছে এবং এখনও পর্যন্ত মিশরের ধর্ম মন্ত্রী এ সকল মূল্যবান জিনিস কোথায় হস্তান্তর এবং আদেও ফিরিয়ে আনা হবে কি না, কোন কিছুই জানায়নি।
1371830