IQNA

ইমাম খোমেনী’র ফ্রান্স ত্যাগের মুহুর্তে তোলা ভিডিও ইকনায় প্রকাশিত

23:24 - February 08, 2014
সংবাদ: 1372611
রাজনৈতিক ও বিভাগ : ইমাম খোমেনী (রহ.) এর ফ্রান্সের নওফেল লুশাতো ত্যাগের সময় এবং ইরানে প্রবেশের মুহুর্তে ধারণকৃত ফরাসী এক সাংবাদিকের একটি ভিডিও প্রথমবারের মত বার্তা সংস্থা ইকনায় প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফরাসী সংবাদিক ‘ক্লোদ ভন এ্যাঞ্জেলান’ ইমাম খোমেনী (রহ.) এর ফ্রান্সের ত্যাগের সময়, সাথীদের সাথে নামায আদায়, ইসলামি বিপ্লবের উপর বিশেষ রিপোর্ট, তাঁর ইরানে প্রবেশ, জনগণ কর্তৃক তাঁকে সংবর্ধনা প্রদান ও তেহরানের সড়কসমূহে সেনাবাহিনী’র সদস্যদের উপস্থিতির ভিডিও ধারণ করেন। ফরাসী এ সাংবাদিক ইসলামি বিপ্লবের বিজয়ের সমসময়ে ইরান সফর করেন। তার ধারণকৃত এ ভিডিওটি প্রথমবারের মত ইকনায় প্রকাশিত হয়েছে।#1372287

ভিডিও লিংক : http://iqna.ir/fa/News/1372287 

captcha