IQNA

পাকিস্তানে সন্ত্রাসবাদের মূল পৃষ্ঠপোষক সৌদিআরব

9:06 - February 09, 2014
সংবাদ: 1372705
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিশিষ্ট ওলামা এবং মুসলিম ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব ‘সাইয়্যেদ শাফাকাত হুসাইন শিরাজি’ বলেন: “পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার মূল কারণ সৌদি আরব”।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের বৃহত্তম শিয়া রাজনৈতিক সংগঠন মুসলিম ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব গত ৬ই ফেব্রুয়ারি প্রেস টিভিতে এক সাক্ষাতকারে উক্ত মন্তব্য ব্যক্ত করেন।
তিনি আরও বলেন: পাকিস্তানের করাচী ও পেশোয়ার সহকারে বিভিন্ন শহরে প্রতিদিনই শিয়ারা শহিদ হচ্ছে। মাসের ৩০ দিনে একশতেরও অধিক শহিদ হচ্ছে। সৌদি আরবের সমর্থনের ফলে পাকিস্তানে শহিদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানে যারা এধরণের নৃশংস হামলা চালিয়ে শিয়াদের শহিদ করছে তাদেরকে সৌদি আরব সমর্থন করছে। 
সাম্প্রতিক বছরগুলোই সহস্রাধিক পাকিস্তানি  সন্ত্রাসীদের হামলায় শহিদ হয়েছে এবং সন্ত্রাসীরা মুসলিম দল বিশেষ করে শিয়াদের উদ্দেশ্য করে হামলা চালাচ্ছে।
হিউম্যান রাইটস ওয়াচ সংস্থা জানিয়েছে, ২০১৩ সালে সন্ত্রাসীদের হামলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ডাক্তার এবং শিক্ষার্থী সহকারে প্রায় ৪০০ জন নিহত হয়েছে এবং নতুন বছরের শুরুতেই অনেক পাকিস্তানি তাদের জীবন হারিয়েছে।
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রহমান মালিক বলেন: সন্ত্রাসবাদ এবং শিয়া বিরোধী গ্রুপ জাহাঙ্গুকে সমর্থন করছে সৌদি আরব এবং পাকিস্তানে প্রায় ৮০ শতাংশ সন্ত্রাসী হামলার সাথে সৌদি আরব জড়িত।
সম্প্রতি মালয়েশিয়ার এক বিশিষ্ট সুন্নি আলেম বলেন: “আমেরিকা, ইসরায়েল এবং সৌদি আরব মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার ষড়যন্ত্র করছে”।
১৮ই জানুয়ারিতে প্রেস টিভির সঙ্গে এক সাক্ষাতকারে আব্দুল হাদি বলেন: “আমেরিকা ও ইউরোপের রাজনৈতিক খেলায় সৌদি আরব লিপ্ত হয়েছে”।
তিনি আরও বলেন: সৌদি আরব সহকারে অন্যান্য আরব দেশে সমূহ নিজেদের দেশকে পশ্চিমা বেজে পরিণীত করছে। তারা ইসলামের সমর্থনে একাজ করছেনা, বরং ক্ষমতার লোভে একাজ করছে।
http://www.presstv.com/farsi/detail/718/Saudi-Arabia-behind-terrorism/

captcha