কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামী দেশসমূহের সংসদীয় ইউনিয়নের মুখপাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠিত নবমতম সংবাদ সম্মেলনে বক্তৃতা পেশ করবেন কাযেম জালালি।
উক্ত সাংবাদিক সম্মেলন ১২ই ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ১১টায় ইসলামী কাউন্সিলের সংসদে অনুষ্ঠিত হবে।
ইসলামী দেশসমূহের সংসদীয় ইউনিয়নে মোট ৫৩ জন সদস্য রয়েছে। এরমধ্যে অধিকাংশ দেশই অংশগ্রহণ করে। গত বৈঠকে ৩২ অথবা ৩৩টি দেশ অংশগ্রহণ করেছিল। এছাড়াও ১৫ অথবা ১৬টি দেশের সংসদ প্রধান বৈঠকে অংশগ্রহণ করেছেন।
PUIC ইউনিয়ন ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ইউনিয়ন সংগঠনের ১৫ বছর পর চলতি বছরে তেহরানে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
1373533